এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণায় বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) ভাষা গবেষণা ও পরিকল্পনা বিভাগ দেশ-বিদেশে এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল প্রোগ্রামে বাংলাদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে ভর্তি হওয়া গবেষকদের বিভিন্ন বিভাগে গবেষণা বৃত্তি দেবে। এ জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদনের শর্ত—
*আবেদনকারীকে অবশ্যই বাংলা ও অন্যান্য ভাষার ভাষা আন্দোলনের ইতিহাস; ভাষার ইতিহাস ও বিবর্তন; ভাষার সংরক্ষণ ও আন্তর্জাতিকীকরণের জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে আগ্রহী হতে হবে;
*আমাইয়ের যেকোনো কর্মকর্তা/কর্মচারী পেশাগত গবেষণার জন্য স্বল্পমেয়াদি (৬ মাস) ও দীর্ঘমেয়াদি (১০ মাস) গবেষণা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে, গবেষণা ব্যবস্থাপনা কমিটি আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন;
*কোনো সরকারি কর্মকর্তা (চল্লিশোর্ধ), অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়/কলেজের অধ্যাপক/সহকারী অধ্যাপক, কোনো অভিজ্ঞ গবেষক অথবা যেকোনো গবেষণা ইনস্টিটিউটে নিয়োজিত ব্যক্তিরা ফেলোশিপ গবেষণার জন্য গবেষণা বৃত্তির আবেদন করতে পারবেন। তবে গবেষকের অবশ্যই এমফিল/পিএইচডি ডিগ্রি ও স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে (আইএসএসএনসহ) কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে;
*যেকোনো ব্যক্তি/গবেষক যিনি এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভের জন্য কোনো স্বীকৃত দেশীয়/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রমসম্পর্কিত বিষয়ে ভর্তি প্রস্তাবপত্র এবং সুপারভাইজার/যথাযোগ্য কর্তৃপক্ষের সম্মতিপত্র পেয়েছেন, তিনি প্রয়োজনীয় নথিসহ এমফিল ও পিএইচডি গবেষণার জন্য গবেষণা বৃত্তির আবেদন করতে পারবেন;
*যেকোনো ব্যক্তি/গবেষক যিনি স্বীকৃত দেশীয়/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন এবং স্বীকৃত গবেষণা জার্নালে দুটি প্রবন্ধ প্রকাশ করেছেন, তিনি পোস্ট-ডক্টরাল গবেষণার জন্য প্রয়োজনীয় নথিসহ গবেষণা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
*অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের অধীনে গবেষণা কাজ করেন, এমন কোনো আবেদনকারী অন্য কোনো তহবিল/বৃত্তির অর্থায়ন পেলে তিনি আমাই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না;
*একই গবেষণা প্রস্তাব একাধিক বিভাগে জমা দেওয়া যাবে না;
*আমাই অর্থায়নকৃত সব পূর্ণকালীন (ফেলোশিপ, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল) গবেষণায় মনোনীত গবেষকেরা চলমান গবেষণাকাজ জমা না দেওয়া পর্যন্ত অন্য কোনো নতুন গবেষণা কাজে যুক্ত হতে পারবেন না;
*পেশাগত ও ফেলোশিপ বৃত্তির জন্য মনোনীত গবেষকদের গবেষণাকালীন দেশ-বিদেশে ভ্রমণ বা অবস্থানের জন্য আমাই কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে;
*গবেষণা কার্যক্রম পরিচালনা ও বরাদ্দকৃত অর্থ ব্যয়ের জন্য গবেষণা নির্দেশিকায় উল্লেখিত শর্তাবলি/নির্দেশাবলি অনুসরণ করতে হবে;
*আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে তাঁর জীবনীসহ প্রয়োজনীয় তথ্য ও গবেষণা কাজ/প্রকাশনার তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।
আবেদন যেভাবে—
আবেদনকারীকে এখানে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণের পর PDF, JPEG বা JPG ফরম্যাটে [email protected] ঠিকানায় পাঠাতে হবে;
*দেশে ও দেশের বাইরের গবেষকদের গবেষণা প্রস্তাবের একটি সফট কপি এমএস ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে [email protected] ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি—
*আবেদনকারীকে এক হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে (যেকোনো নির্ধারিত ব্যাংকের যেকোনো শাখা থেকে ইস্যু করা হবে); এবং
*পরিচালক (প্রশাসন ও অর্থ), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, অগ্রণী ব্যাংক পিএলসি, জাতীয় প্রেসক্লাব শাখার পক্ষে থাকবে;
*বাংলাদেশের বাইরে অবস্থানরত আবেদনকারী স্থানীয় প্রতিনিধির মাধ্যমে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দেবেন;
আবেদনের শেষ তারিখ—
আগ্রহী প্রার্থীদের ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
*আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন