বিএসএমআরএমইউর নতুন উপাচার্য আশরাফুল হক, ৪ শর্তে নিয়োগে প্রজ্ঞাপন জারি

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) নতুন উপাচার্য হিসেবে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ আইন অনুসারে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য পদে কয়েকটি শর্তে নিয়োগ করা হলো।

আরও পড়ুন

নিয়োগের শর্তগুলো

*উপাচার্য পদে এ নিয়োগের মেয়াদ তাঁর যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন;

*উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন;

*তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;

*রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন