বিএসএমএমইউয়ে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ, এমএস বা এফসিপিএসদের সুযোগ, ফি ১০ হাজার টাকা

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ঢাকা মেডিকেল কলেজে বিভিন্ন বিষয়ে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম শুরু হচ্ছে। আগামী জুলাইয়ে শুরু হওয়া এ প্রোগ্রাম এক বছর মেয়াদি। এ কোর্সে সংশ্লিষ্ট বিষয়ে এমএস বা এফসিপিএস ডিগ্রিধারীরা অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২৫ জুনের মধ্যে আবেদন করতে হবে।

বিএসএমএমইউয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন বিষয়ে জুলাই-২০২৪ থেকে এক বছর মেয়াদি অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।

আরও পড়ুন

ফেলোশিপে বিষয়

অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপে বিএসএমএমইউয়ের অধীনে নির্ধারিত বিষয়গুলো হচ্ছে স্পাইনাল নিউরোসার্জারি, স্কালবেজ নিউরোসার্জারি, হেড-নেক সার্জারি, অটোলজি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, পেডিয়াট্রিক ইউরোলজি, ইউরো-অনকোলজি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, অর্থোস্কোপিক ও আর্থোপ্লাস্টি, স্পাইন সার্জারি, হিস্টোপ্যাথলজি অ্যান্ড সাইটোপ্যাথলজি। ঢাকা মেডিকেল কলেজের অধীনে স্পাইনাল নিউরোসার্জারি, স্ট্রোক ও এন্ডোভাস্কুলার নিউরোসার্জারিতে ফেলোশিপ দেওয়া হবে।

কারা অংশ নিতে পারবেন

কোর্সটিতে সরকারি, বেসরকারি ও বিএসএমএমইউ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ জুন তারিখে সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। কোর্সটি সার্বক্ষণিক হিসেবে অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীদের সার্বক্ষণিকভাবে ডিভিশনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

কোর্স ফি

কোর্স ফি ১০ হাজার টাকা। আবেদনপত্রের ফরম ফি বাবদ ২০০ টাকা দিতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন