ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস পরশু থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

আগামী পরশু (বুধবার) থেকে সশরীর শ্রেণি কার্যক্রমে ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তীব্র তাপপ্রবাহের কারণে গত ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য শতভাগ ক্লাস অনলাইন নেওয়ার ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। তাপপ্রবাহ সহনশীল পর্যায়ে চলে আসার প্রেক্ষাপটে পরশু থেকে আবার সশরীর ক্লাস শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। ২২ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অনলাইনে চললেও পরীক্ষাগুলো অবশ্য সরাসরিই নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের ওপর দিয়ে চলমান তীব্র তাপপ্রবাহ সহনশীল পর্যায়ে আসায় আগামী ৮ মে (বুধবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাগুলো যথারীতি সশরীর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

আরও পড়ুন