টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাঙ্কিং, ২ ক্যাটাগরিতে দেশসেরা বুয়েট–ড্যাফোডিল
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে নানা ধরনের র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এবার প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৫’। ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ের ৮টিতে স্থান পেয়েছে বাংলাদেশের ৬টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি ক্যাটাগরিতে একসঙ্গে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে।
এবারের সাবজেক্ট র্যাঙ্কিংয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্য সেরা ৬ বিশ্ববিদ্যালয় হলো বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিষয়ে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, কম্পিউটার সায়েন্স বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এডুকেশন স্টাডিজ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিষয়ে বুয়েট, লাইফ সায়েন্স বিষয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফিজিক্যাল সায়েন্সে বুয়েট এবং সোশ্যাল সায়েন্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা গেছে, দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজনেস অ্যান্ড ইকোনমিকসে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম স্থানে আছে। আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তমর মধ্যে অবস্থানে আছে এই বিশ্ববিদ্যালয়। এই ক্যাটাগরিতে ৬০১-৮০০তমর মধ্যে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়।
কম্পিউটার সায়েন্সে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তমর মধ্যে অবস্থানে আছে বিশ্ববিদ্যালয়টি। এই ক্যাটাগরিতে বুয়েট আন্তর্জাতিক পর্যায়ে ৬০১-৮০০তমর মধ্যে অবস্থানে আছে। দেশের আরও ৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে এই ক্যাটাগরিতে।
এডুকেশন স্টাডিজ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে এবং এই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তমর মধ্যে অবস্থানে আছে দেশের এই বিশ্ববিদ্যালয়। এই ক্যাটাগরির তালিকায় দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি।
ইঞ্জিনিয়ারিং বিষয়ে বুয়েট ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় একই স্থানে আছে। আন্তর্জাতিক পর্যায়ে একই ক্যাটাগরিতে ৪০১-৫০০তমর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় দুটি। দেশের আরও ১১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে এই ক্যাটাগরিতে।
লাইফ সায়েন্স বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে আছে। এই ক্যাটাগরিতে বৈশ্বিক পর্যায়ে ৫০১-৬০০তমর মধ্যে অবস্থানে রয়েছে উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান। এই ক্যাটাগরিতে এরপরে আছে দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বৈশ্বিক তালিকায় ৬০১-৮০০–এর মধ্য আছে বিশ্ববিদ্যালয়টি। এই ক্যাটাগরিতে দেশের আরও ৩টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।
মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে আছে। একই ক্যাটাগরিতে বৈশ্বিক পর্যায়ে ৩০১-৪০০তমর মধ্যে অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই ক্যাটাগরিতে এরপরই আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বৈশ্বিক তালিকায় ৪০১-৫০০–এর মধ্য আছে বিশ্ববিদ্যালয়টি। এই ক্যাটাগরিতে দেশের আরও ৩টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
ফিজিক্যাল সায়েন্সে বুয়েট দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে এবং এই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৬০১-৮০০তমর মধ্যে অবস্থানে রয়েছে। ৬০১-৮০০তমর মধ্যে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬০১–৮০০), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৬০১–৮০০), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) (৬০১-৮০০) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (৬০১-৮০০)। এ ক্যাটাগরিতে দেশের মোট ১০টি সরকারি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।
সোশ্যাল সায়েন্সে দেশের সব বিশ্ববিদ্যালয় মধ্যে প্রথম স্থানে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তমর মধ্যে অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়। এই ক্যাটাগরিতে দেশের আরও ৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।