ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ১ম ক্লাসে এসে
দীর্ঘ সাড়ে তিন মাস পর গত রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলেও সেদিন প্রথম বর্ষের ক্লাস শুরু হয়নি। স্বাভাবিকভাবে প্রথম বর্ষের ক্লাস গত জুলাই মাসে শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর।
আজ ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্লাসে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তাঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আমানতুল ইফফাত ফারিশা। দীর্ঘদিন পর বর্ষের প্রথম ক্লাসে বসার অনুভূতি তাঁর ভাষায়, ‘এ যেন স্বপ্নপূরণের এক নতুন অধ্যায়।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১০৩তম ব্যাচের নবীন শিক্ষার্থী হিসেবে দীর্ঘ সাত মাসের প্রতীক্ষার পর, অবশেষে জ্ঞান অর্জনের মহাসমুদ্রে পা রাখার সুযোগ এসেছে।’
ফারিশা আরও বলেন, ‘ক্যাম্পাসের প্রতিটি কোণে ইতিহাসের ছাপ আর প্রতিটি মুখে ভবিষ্যতের আশাবাদ—সবকিছু যেন এক সুরম্য বাজাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা পেছনে ফেলে আমরা নব উদ্যমে এগিয়ে যাচ্ছি, স্বপ্ন দেখছি একটি সুন্দর ভবিষ্যতের। দিনটি কেবল একটি শুরু নয়; বরং জীবনের নতুন দিগন্তে যাত্রা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্য আরেক শিক্ষার্থী নাফিস হাসান হিমেলের অনুভূতিটা মিশ্র। তিনি বলেন, ‘অ্যাডমিশন শেষে চান্স পাওয়ার পরে মনে হতো ক্লাস তাড়াতাড়ি শুরু হলে ভালো হতো। স্বাভাবিকভাবে আমাদের ১ জুলাই ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তখন থেকে আন্দোলন ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে ক্লাস পেছানো হয়। অবশেষে ৩ মাস পর আমরা আমাদের প্রথম ক্লাসটি পেয়েছি; এ ক্ষেত্রে আমার মিশ্র অনুভূতি কাজ করছে। প্রথমত, ভালো লাগছে যে এত কিছুর পর আমরা শিক্ষাঙ্গনে ফিরতে পারছি। অপর দিকে বিশ্ববিদ্যালয়জীবনের সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারব কি না, সেই শঙ্কাও খানিকটা জেগেছে। তবু আশাবাদী, ভালো কিছুই হবে।’