শিক্ষার দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিজ নিজ মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কোন মন্ত্রণালয় কোন উপদেষ্টার তা জানিয়ে দেওয়া হয়।
এতে শিক্ষার দুই মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া তিনি আরও ২৫ টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক রুমানা আলী।
নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। তিনজন ঢাকার বাইরে থাকায় তাঁরা গতকাল শপথ নেননি। তাঁরা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক-ই-আজম।