এ বছর জাতীয় গণিত উত্সব ৭-৮ ফেব্রুয়ারি
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ৭–৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০২৫’ ও ‘২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।
দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হবে ৭ ফেব্রুয়ারি সকাল ৮টায় উৎসবস্থলে আঞ্চলিক উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায় এবং পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিট। প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা হবে দুই ঘণ্টা, জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা হবে তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা হবে সাড়ে তিন ঘণ্টা। পরীক্ষা শেষে খুদে গণিতবিদেরা আবারও মাঠে জড়ো হলে নানা আয়োজনে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যস্ত থাকবে অনুষ্ঠান প্রাঙ্গণ।
উৎসবের দ্বিতীয় দিন ৮ ফেব্রুয়ারি, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে একইভাবে নানা আয়োজন এবং সেরা গণিত ক্লাবের সম্মাননাসহ সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হবে এ বছরের দুই দিনব্যাপী জাতীয় গণিত উত্সব।
আয়োজকেরা জানান, আঞ্চলিক উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের ই-মেইলে পাঠানো প্রবেশপত্র অবশ্যই প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। শিক্ষার্থীকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড/বেতন রসিদ/প্রত্যয়নপত্র অথবা গত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র অবশ্যই দেখাতে হবে। আঞ্চলিক উৎসবের বিজয়ী টি-শার্ট পরে উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে শিক্ষার্থীকে কলম, স্কেল, কম্পাস ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার সময় শুধু চাঁদা, ক্যালকুলেটর বা কোনো প্রকার ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের আসা–যাওয়া ও থাকা নিজ দায়িত্বে করতে হবে। শুধু শিক্ষার্থীকে উৎসব চলাকালে ভেন্যুতে প্রথম দিন সকালে নাশতা, দুপুরে খাবার ও বিকেলে নাশতা এবং দ্বিতীয় দিন সকালে নাশতা দেওয়া হবে।
চলতি বছর জুলাই মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে। এ লক্ষ্যে সারা দেশ থেকে অনলাইনে প্রায় ৭৫ হাজার ৫৯৬ শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয় এবং বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে এখন ১৫টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এই ১৫টি আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১২০০ জন শিক্ষার্থীকে নিয়ে ৭–৮ ফেব্রুয়ারি ২০২৫ ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে জাতীয় গণিত উৎসব ২০২৫।