ব্র্যান্ড প্র্যাকটিশনার্সের আন্তবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব আয়োজন
দেশে প্রথমবারের মতো ‘ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ’ আয়োজন করেছে ইন্টার-ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্ট-পয়েন্ট কাউন্টার-পয়েন্ট। এই বিতর্কের ফাইনাল হয় ১৮ সেপ্টেম্বর রাত ৯টায়। ফাইনাল বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এসএমসি লেভি স্কোয়াড টিমকে হারিয়ে জয়ী হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের টিম বায। গ্র্যান্ড ফিনালে বিতর্কে বিষয় ছিল ‘মুনাফা বাড়ানোর পরিবর্তে মার্কেটিংয়ের উদ্দেশ্য হওয়া উচিত সমাজের সেবা করা।’
ফাইনাল বিতর্কে বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এবং আকিজ ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর। বিতর্কটি মডারেট করেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স আরলা ফুডসের হেড অব মার্কেটিং গালীব বিন মুহাম্মদ। অনলাইনে অনুষ্ঠিত এ বিতর্ক উৎসবের টাইটেল স্পনসর এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিংক এবং পাওয়ার্ড বাই স্পনসর ইস্পাহানি ও ওয়ালটন।
দেশের সব বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিযোগিতায় বিনা মূল্যে অংশগ্রহণের জন্য ১২৭টি টিম থেকে ৬৪টি বাছাই করা হয়েছিল।
আন্তবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসবের স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলো ডটকম, টিভি পার্টনার দীপ্ত টিভি, স্ন্যাকস পার্টনার বেকম্যান’স, ড্রিংক পার্টনার এসএমসি মিনারেল ওয়াটার, হাইজেনিক পার্টনার এসএমসি জার্মকিল, উইমেন এমপাওয়ারমেন্ট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, ব্যাংক পার্টনার সোশ্যাল ইসলামি ব্যাংক, ডেইরি পার্টনার ড্যানিশ, স্টেশনারি পার্টনার গুড লাক, এমএফএস পার্টনার নগদ, স্কিল পার্টনার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কমিউনিটি পার্টনার মার্কেটার’স ইনস্টিটিউট বাংলাদেশ এবং মার্কটেল কনসাল্টিং গ্রুপ, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার তরুণ ডিজিটাল, নলেজ পার্টনার রকমারি, ডিজিটাল পার্টনার অ্যাডফিনিক্স, মিডিয়া পার্টনার এডস অব বাংলাদেশ, লাইভ পার্টনার ভাইসব ডিজিটাল, ক্রিয়েটিভ পার্টনার বাযুকা কমিউনিকেশন্স, ইভেন্ট পার্টনার বিটিএল হাউস।
এই বিতর্কের মোট পুরস্কার ১ লাখ ৫ হাজার টাকা। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ফেসবুক পেজ https://www.facebook.com/BrandPractitionersBD -এ বিতর্কগুলোর লাইভ ভিডিও দেখা যাবে। সামনের বছরও আন্তবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব আরও বড় পরিসরে আয়োজিত হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ। বিজ্ঞপ্তি