রামেবির পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধায় প্রথম নওগাঁ মেডিকেল কলেজ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে ২০২৪–এর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে ২০২৪–এর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসংগতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’
তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় ২৩টি মেডিকেল কলেজের মধ্যে মেধাক্রম ও পাসের হারে প্রথম হয়েছে নওগাঁ মেডিকেল কলেজ।