এইচএসসি শিক্ষার্থীদের টিসি-বিটিসির সুযোগ ২৫ জুন পর্যন্ত
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড টিসি ও ভর্তি বাতিলের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১৬ জুন এইচএসসি পরীক্ষার্থীদের টিসি-বিটিসি ও ভর্তি বাতিলের কার্যক্রম শুরু হয়।
২৫ জুন পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী (২০২১-২২ শিক্ষাবর্ষ), অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিসি-বিটিসি ও ভর্তি বাতিলের কার্যক্রম চলবে। বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড টিসি ও ভর্তি বাতিল কার্যক্রম ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। অনলাইন টিসি ও বোর্ড টিসির ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। অনলাইন কার্যক্রমের জন্য বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।