ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ফরম পূরণের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন ৬ জানুয়ারি থেকে শুরু, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্ট করা ফরম কলেজে জমা দেওয়ার শেষ দিন ১৪ জানুয়ারি। শিক্ষার্থীদের ডেটা নিশ্চয়ন (কলেজ কর্তৃক) ১৫ ও ১৬ জানুয়ারি। আর সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক) ১৯ ও ২০ জানুয়ারি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ–সম্পর্কিত সব কাজ সম্পন্ন করতে হবে।
এক বা একাধিক কোর্সে অকৃতকার্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং ২০১৭ সালের রেজিস্ট্রেশন করা (প্রাইভেট) শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় সর্বসাকল্যে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে যেসব শিক্ষার্থী দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সব বিষয়ে কৃতকার্য হয়েছে, তারা বিশেষ বিবেচনায় শুধু ২০২৩ সালের প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং ২০১৭ সালের রেজিস্ট্রেশন করা (প্রাইভেট) যেসব শিক্ষার্থী দ্বিতীয় ও তৃতীয় বর্ষে অকৃতকার্য হয়েছেন, তাঁরা ২০২৩ সালের প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। শর্ত থাকে যে ২০২৩ সালের প্রথম বর্ষ পরীক্ষায় ফরম পূরণ না করলে, ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আর কোনো আবেদন করতে পারবেন না।
এক বা একাধিক কোর্সে অকৃতকার্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং ২০১৭ সালের রেজিস্ট্রেশন করা (প্রাইভেট) শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় সর্বসাকল্যে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে যেসব শিক্ষার্থী ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরা ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শর্ত থাকে যে ২০২৩ সালের প্রথম বর্ষ পরীক্ষায় ফরম পূরণ না করলে, ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আর কোনো আবেদন করতে পারবেন না।
উল্লেখ্য, ইতিপূর্বে ৩ নভেম্বর ২০২৪ সালের মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। উক্ত পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য শুধু বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.nu.ac.bd/ www.nubd.info মারফত জানানো হবে। সংশ্লিষ্ট কলেজ ও কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ছাত্রছাত্রী/অভিভাবককে অবহিত করতে হবে।
ফরম পূরণের আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফিসহ আবেদন ফরমটি কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।