জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে প্রথম হলেন মাদ্রাসার শিক্ষার্থী লাবিব

লাবিব হাসান রিদওয়ানছবি: ইউএনবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটে ছেলেদের সমন্বিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন লাবিব হাসান রিদওয়ান। তিনি মাদ্রাসার শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

লাবিব হাসান রিদওয়ান নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাকিব উদ্দিনের সন্তান। বাবা রাকিব উদ্দিন উপজেলার হীরাপুর আলিম মাদ্রাসার আরবি বিষয়ের একজন প্রভাষক এবং মা কামরুন নাহার হোমিও চিকিৎসক।

লাবিব হাসান রিদওয়ান নোয়াখালীর চাটখিল উপজেলার দারুল আরকাম দাখিল মাদ্রাসা থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিপিএ-৫ নিয়ে দাখিল ও রাজধানীর ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ নিয়ে আলিম পাস করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লাবিব হাসান রিদওয়ান বলেন, ‘এ ব্যাপারে আমার মা-বাবা আমাকে অনেক সহায়তা করেছেন, সাহস জুগিয়েছেন। শিক্ষকেরাও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হয়। ১৭ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা গ্রহণের মাধ্যমে শেষ হয় এ শিক্ষাবর্ষের পরীক্ষা।

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘বি’, ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ‘সি১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদ, ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ, ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও ‘আইবিএ-জেইউ’র ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফল দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন