আইইএলটিএস রিডিং পরীক্ষায় এক ঘণ্টায় সব প্রশ্নের উত্তর করার উপায়
ইংরেজি ভাষায় দক্ষতার প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএসের লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং অংশের মধ্যে রিডিং অংশ অনেকের কাছে তুলনামূলক কঠিন মনে হয়। রিডিং অংশের পরীক্ষা এক ঘণ্টার মধ্যে শেষ করতে পারেন না অনেকে। ফলে রিডিংয়ের তিনটি প্যাসেজের মধ্যে সবগুলোর উত্তর না দিয়ে অনেককে মন খারাপ করে পরীক্ষার হল থেকে বের হতে হয়। রিডিং পরীক্ষার ৪০ নম্বরের সঠিক উত্তর কীভাবে এক ঘণ্টার মধ্যে করা যাবে, আজ সে বিষয়ে আলোচনা করা হলো। আশা করি এসব পরামর্শ অনুসরণ করলে রিডিং পরীক্ষা নিয়ে আর সমস্যা থাকবে না।
পরামর্শ নয়, দক্ষতা দরকার
আপনি যদি ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিডিং পরীক্ষা নিয়ে পরামর্শগুলো দেখেন তাহলে খেয়াল করবেন, বেশির ভাগ ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীরাও এ রকম টোটকা পরামর্শ খুব পছন্দ করেন। রিডিংয়ে ভালো করার দক্ষতা নিয়ে আলোচনা না হওয়ায় শিক্ষার্থীরা তেমন উপকৃত হন না।
আইএলটিএস টিপস বেজড পরীক্ষা নয় বরং এটি একটি স্কিল বেজড পরীক্ষা। কাজেই আপনাকে রিডিং মডিউলে ভালো করার জন্য সেই স্কিলগুলো জানতে হবে, যে স্কিলের টেস্ট হয় এক্সামে। যেমন আইইএলটিএস পরীক্ষার কিছু সাধারণ স্কিল হচ্ছে স্ক্যানিং, স্কিমিং, ইনটেনসিভ রিডিং, সামারাইজ মেইন আইডিয়া, আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া ইত্যাদি।
স্ক্যানিং
স্ক্যানিং হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় খোঁজা। অধিকাংশ পরীক্ষার্থীকে নির্দিষ্ট বিষয় খুঁজতে বললে তাঁরা প্যাসেজ পড়া শুরু করেন। আপনি যদি খোঁজার পরিবর্তে পড়া শুরু করেন তাহলে সময় নষ্ট হবে। কাজেই যে কোয়েশ্চন টাইপে স্ক্যানিং করতে বলে সেই প্রশ্নের উত্তর করতে হলে আপনাকে আপনার স্ক্যানিং স্কিল ডেভেলপ করতে হবে।
যেমন ধরুন প্রশ্নে আপনাকে যদি একটি রোগের নাম খুঁজতে বলে, আপনি প্যাসেজে গিয়ে পড়া শুরু করলে তবে কি আপনি আপনার সময় অপচয় করছেন না! আপনাকে যা করতে হতো তা হলো, আপনি দ্রুত প্যাসেজে গিয়ে রোগের নামটি খুঁজে ফেলবেন।
ইনটেনসিভ রিডিং
ছোটবেলা থেকে আমরা যে রিডিং পড়েছি তাকেই ইনটেনসিভ রিডিং বোঝানো হয়। ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন বুঝে বুঝে ট্রান্সলেট করা বা এর অর্থ বুঝে পড়া। আর রিডিং বলতে আমরা শুধু এই ইনটেনসিভ রিডিং স্কিলই বুঝি। অন্য কোনো ধরনের রিডিং যে থাকতে পারে, তা আমরা মাথায় আনতে চাই না।
ম্যাচিং ইনফরমেশন
আমরা যদি ম্যাচিং ইনফরমেশন প্রশ্ন চিহ্নিত করি তাহলে দেখা যাবে আপনাকে স্ক্যানিং স্কিল ডেভেলপ করতে হবে। আপনি এ ধরনের প্রশ্নে কখনোই বিস্তারিত পড়তে যাবেন না। আপনাকে একমাত্র স্ক্যানিং স্কিল ডেভেলপ করে এসব প্রশ্ন সমাধান করতে হবে৷ যেমন ধরুন প্রশ্ন এসেছে: an acceptance that not all diseases can be totally eliminated. এই প্রশ্নে আপনাকে একটি রোগের নাম খুঁজতে হবে, যা এখন আবার পৃথিবীতে ফিরে এসেছে। আপনি পুরো প্যাসেজ ধরে লাইন বাই লাইন পড়ে কি-ওয়ার্ড ধরে খুঁজে বের করলেন কোথায় রোগের নাম আছে। ওই জায়গাটি আবার মনোযোগ দিয়ে পড়লেন। তবে নিশ্চিতভাবে আপনি এই প্রশ্নের উত্তর তিন মিনিটের আগে বের করতে পারবেন না। কিন্তু স্ক্যানিংয়ের মাধ্যমে উত্তর খুঁজলে আপনি দুই মিনিটের মধ্যে এই প্রশ্নের উত্তর বের করতে পারতেন এবং এতে আপনার দুই মিনিট অযথা সময় ব্যয় হতো না। এই দুই মিনিট অযথা সময় আপনার অন্য একটি প্রশ্নের উত্তর করার সময়কে কেড়ে নিচ্ছে। ফলে আপনি এক ঘণ্টায় আপনার রিডিং শেষ করতে পারছেন না।
উদাহরণ—
In the second paragraph, the writer is amazed by the fact that
A. each species tends to have vastly different microbes.
B. some parts of the body contain relatively few microbes.
C. the average individual has more microbial cells than human ones.
D. scientists have limited understanding of how microbial cells behave.
এই এমসিকিউ প্রশ্নে আপনাকে বলা হয়েছে, প্যারাগ্রাফ ২–এ গিয়ে একটি এমেজিং পয়েন্ট খুঁজে বের করুন। আপনি যা করছেন তা হলো, এই প্যারাগ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু পড়ে একটি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে আমার উত্তরটি কী হতে পারে। এ ক্ষেত্রে আপনার সময় লেগে যাচ্ছে চার মিনিট। এর মানে আপনি দুই মিনিটের জায়গায় চার মিনিট ব্যয় করে ফেললেন। কিন্তু আপনি যদি এই প্যারাগ্রাফে এমেজিং রিলেটেড বাক্যটি প্রথমে খুঁজে নিতেন এবং শুধু ওই একটি বাক্য পড়তেন তাহলে চার মিনিটের জায়গায় দুই মিনিটেই প্রশ্নটি সমাধান করা যেত। দিন শেষে আপনিও রিডিং এক ঘণ্টায় সমাধান করতে পারতেন।
ওপরের আলোচনা থেকে এটি পরিষ্কার কোনো প্রশ্নে উত্তর করার জন্য কোনো স্কিল আয়ত্ত করতে হবে, সেটা আগে জানতে হবে। এ জন্য সবচেয়ে নির্ভরযোগ্য অফিশিয়াল ওয়েবসাইটগুলো হলো https://ielts.org/ অথবা https://takeielts.britishcouncil.org/ অথবা https://www.cambridgeenglish.org/exams-and-tests/ielts/. এসব ওয়েবসাইট থেকে ক্যামব্রিজের গাইডলাইন অনুসারে নির্দিষ্ট স্কিলগুলো অর্জন করতে পারেন। এসব স্কিল অর্জন করলে রিডিং মডিউলের ৪০টি প্রশ্নের সবগুলোর সঠিক উত্তর এক ঘণ্টায় দিতে পারবেন।