কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে পরীক্ষার্থী ২৪ জন

প্রথম আলো ফাইল ছবি

আজ শনিবার (১২ এপ্রিল) দেশের কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একই সময়ে দেশব্যাপী ৯টি কেন্দ্রে ও ১৩টি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী কিছুতেই অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষার্থীদের এ বিষয়ে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

দেশের কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষিগুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষিগুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটি।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিগুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও শিক্ষাবিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।

মো. হেলাল উদ্দীন আরও বলেন, গুচ্ছপদ্ধতিতে এবার মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ২০ শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ২৪ জনেরও বেশি শিক্ষার্থী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, ‘পরীক্ষার দিন দুপুর ১২টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে। নদের পাড়সহ আশপাশের এলাকায় আগের রাত থেকেই নিরাপত্তা জোরদার করা হবে। প্রশ্নপত্র ফাঁস বা কোনো ধরনের অসদুপায় রোধে সার্বক্ষণিক তদারকি থাকবে। পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে পর্যবেক্ষণ করা হবে, যাতে কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা নিষিদ্ধ উপকরণ সঙ্গে না আনতে পারে।’

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘একই দিনে “মার্চ ফর গাজা” কর্মসূচি থাকায় পরীক্ষার্থীদের প্রতি পরামর্শ, যাতে তাঁরা অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছে যান। এতে করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও তাঁরা সঠিক সময়ে পরীক্ষা শুরু করতে পারবেন।’ এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘ভর্তির আবেদন ফরম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীরা তাঁদের সব তথ্য দিয়েছেন। সেখান থেকে বাকৃবি কেন্দ্রে এ রকম কোনো পরীক্ষার্থী এখনো পাওয়া যায়নি। এরপরও যদি এ রকম কেউ থেকে থাকেন, তাহলে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পরীক্ষার সময়সূচি ১২ এপ্রিল বেলা ৩টা এবং পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা যাবে না—এই বিষয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে প্রত্যেকের মুঠোফোনে আলাদা বার্তা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।