শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, তালিকায় একই রোল একাধিকবার, বিভ্রান্তিতে শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১০০ নম্বরের পরীক্ষায় এ ইউনিটে (বিজ্ঞান) সর্বোচ্চ নম্বর উঠেছে ৯২ দশমিক ৮। গতকাল রোববার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

ভর্তি কমিটির সদস্যসচিব মোহম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফলাফল প্রত্যেক ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা মুঠোফোন নম্বরে খুদে বার্তায় (মেসেজ) মাধ্যমে পাঠানো হয়েছে। তা ছাড়া শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড করতে পারবেন। তবে পাসের হার সম্পর্কে কোনো তথ্য সরবরাহ করেনি ভর্তি কমিটি।

অন্যদিকে, ফলাফল প্রকাশের তালিকায় একই রোল নম্বর একাধিকবার থাকায় ভর্তি–ইচ্ছুকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ ইউনিটের (বিজ্ঞান) পাস করা প্রার্থীদের তালিকার ২১০৫৫৪৯ রোল নম্বরটি ও পাসের র‍্যাঙ্ক ৪৮৭০ দুবার করে রয়েছে। এ রকম অন্তত দশের অধিক রোল নম্বর ও র‍্যাঙ্ক তালিকায় দেখা গেছে। এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।

শাবিপ্রবির ফলাফলসংক্রান্ত একটি পোস্টে একজন ভর্তি–ইচ্ছুকদের অভিভাবক সঞ্জয় সরকার মন্তব্য করেন, ‘ভাই একটু দেখবেন ২১২৫০২৬ এ রোল নম্বরটা দুবার দেওয়া কিন্তু আমার ভাইয়ের রোল নম্বর ২১২৫০২৭, এমনটা কেন হলো?

আরও পড়ুন

এ ছাড়া ফলাফল প্রকাশের পর থেকেই ভর্তি–ইচ্ছুকরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিহাব উদ্দিন নামের একজন লিখেছেন, ‘সার্ভার (ওয়েবসাইট) ডাউন ভাই, সন্ধ্যা ৭টা থেকে চেষ্টা করছি, ৯টা পর্যন্তও কিন্তু ঢুকতে পারিনি।’

এ বিষয়ে ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রাত সোয়া ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘এটি মূল র‍্যাঙ্কিং তালিকায় কোনো পরিবর্তন আনবে না। এটি আসলে একটি ধরনের টাইপো (টাইপিং ভুল)। সংশোধন করে এখনই আপলোড করা হচ্ছে।’

আরও পড়ুন

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ-১ ইউনিটের বিজ্ঞান শাখায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৮, বি ইউনিটের বিজ্ঞান শাখায় সর্বোচ্চ ৮১ দশমিক ৬, মানবিকে ৮৫ ও বাণিজ্যে ৭৫। এ ছাড়া এ-২ আর্কিটেকচার বিভাগে ১৩০ নম্বরের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ১০১ দশমিক ২০।

প্রসঙ্গত, চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে এ বছর শাবিপ্রবি আগের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন