আইইএলটিএস রাইটিংয়ে ব্যান্ড ৭ পেতে করণীয়

মডেল: লোবাছবি: সুমন ইউসুফ

ইংরেজি ভাষাদক্ষতার প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএসের লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং অংশের মধ্যে রাইটিং অংশে ব্যান্ড ৭ পাওয়া তুলনামূলক কঠিন। বিশেষ করে রাইটিং টাস্ক-টুতে ব্যান্ড ৭ পাওয়া যে কত কঠিন, যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁরাই শুধু জানেন। আমাদের দেশের অনেক শিক্ষার্থী রিডিংয়ে ব্যান্ড ৯ পেয়েও রাইটিংয়ে ৬.৫ পান। কারণ, তাঁরা অনেক সময় বুঝতে পারেন না কীভাবে রাইটিংয়ের উত্তর মূল্যায়ন করা হয়। যদি সেটি জানতেন, তাহলে ব্যান্ড ৭ পেতে পারতেন।

আইইএলটিএস রাইটিং টাস্ক-টুতে পরীক্ষার উত্তরপত্র চারটি বিষয়ের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। সেগুলো হলো টাস্ক রেসপন্স, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস ও গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এই চারটি বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টাস্ক রেসপন্স। শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক ধারণা না থাকায় ভালো শিক্ষার্থীরাও রাইটিং অংশে ব্যান্ড ৭ তুলতে পারেন না।

টাস্ক রেসপন্স কী

টাস্ক টেসপন্স বলতে বোঝায় আপনি রাইটিং প্রশ্নটি কত ভালোভাবে বুঝতে পারবেন এবং এর প্রেক্ষিতে কত ভালোভাবে উত্তর লিখতে পারবেন। মূলত এখানে দেখা হয়, আপনি প্রশ্নের সব অংশ লিখতে পেরেছেন কি না, পুরো রচনাতে আপনার পজিশন ক্লিয়ার ছিল কি না, আপনি আপনার আইডিয়াকে কীভাবে ডেভেলপ করেছেন, আপনার রাইটিং ফরম্যাট ঠিক আছে কি না এবং আপনার মেইন আইডিয়াগুলো প্রাসঙ্গিক কি না।

প্রথম আলো ফাইল ছবি
আরও পড়ুন

অল পার্টস বলতে কী বোঝায়

একটি রচনায় সাধারণত অনেকগুলো অংশ থাকে এবং শিক্ষার্থীদের জন্য তা বুঝতে পারা কিছুটা কঠিন। ধরুন পরীক্ষায় প্রশ্ন এলো; It is important for people to take risks, both in their professional lives and their personal lives. Do you think the advantages of taking risks outweigh the disadvantages? এই প্রশ্নের উত্তর লেখার সময় আপনাকে যা যা করতে হবে, তা হচ্ছে আপনাকে প্রফেশনাল লাইফে রিস্ক নেওয়ার সুবিধা ও অসুবিধা নিয়ে লিখতে হবে। আবার একইভাবে পারসোনাল লাইফে রিস্ক নেওয়ার সুবিধা ও অসুবিধা নিয়ে লিখতে হবে। ধরুন, আপনি শুধু সুবিধাগুলো বলে গেলেন কিন্তু কোনো অসুবিধা উল্লেখ করলেন না। আবার আপনি একটি করে সুবিধা ও একটি করে অসুবিধা লিখে গেলেন। তাহলে আপনি পুরোপুরি পার্টস কভার করলেন না। তাহলে ব্যান্ড ৭ পেতে আপনাকে যা করতে হবে এই রচনার জন্য কমপক্ষে দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখতে হবে এবং প্রফেশনাল, পারসোনাল দুটিই উল্লেখ করতে হবে।

মেইন আইডিয়া কতটুকু প্রসঙ্গিক করতে হবে? ধরুন, আপনাকে ওপরে উল্লিখিত প্রশ্নের ভিত্তিতে দুটি আইডিয়া দেওয়া হলো। যেমন প্রফেশনাল লাইফে রিস্ক নিলে ক্যারিয়ারে উন্নতি হয় এবং প্রফেশনাল লাইফে রিস্ক নিলে সামাজিক সম্পর্ক ভালো হয়। এখন এই দুটি আইডিয়ার মধ্যে আপনি যদি দ্বিতীয় আইডিয়াটি লেখেন, তাহলে আপনি প্রসঙ্গিক মেইন আইডিয়া দিতে ব্যর্থ হবেন। এ ক্ষেত্রে আপনার পেনাল্টি হবে। কিন্তু আপনি যদি প্রথম আইডিয়াটি লেখেন, তাহলে আপনার আইডিয়া প্রাসঙ্গিক হবে। যদি আপনার আইডিয়া প্রশ্নের বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক না হয়, তাহলে আপনি কখনোই ব্যান্ড ৭ পাবেন না।

প্রথম আলো ফাইল ছবি

আইডিয়া কি এক লাইনে লেখা যায়

এক লাইনে মেইন আইডিয়া লেখা যাবে না। ধরুন, আপনি বডি প্যারাতে অনেকগুলো আইডিয়া লেখে গেলেন। যেমন প্রথমত, রিস্ক নিলে ক্যারিয়ারে উন্নতি হয়। দ্বিতীয়ত, রিস্ক নিলে আত্মবিশ্বাস বাড়ে। তৃতীয়ত, রিস্ক নিলে ভয় দূর হয়। শেষে রিস্ক নিলে জ্ঞান বাড়ে।

কিন্তু আইডিয়াগুলোকে না বাড়ালে তাহলে আপনি কখনোই ব্যান্ড ৭ পাবেন না। এ জন্য আপনাকে প্রথম আইডিয়া হিসেবে রিস্ক নিলে ক্যারিয়ারে উন্নতি হয় এটি লিখলে এর সঙ্গে কেন/কীভাবে দিয়ে আইডিয়া বাড়াতে হবে এবং একটি প্রাসঙ্গিক উদাহরণ দিতে হবে। তাহলে আপনার আইডিয়া সঠিক হবে।

আরও পড়ুন

নিজস্ব মতামত কতটা গুরুত্বপূর্ণ

It is important for people to take risks, both in their professional lives and their personal lives. Do you think the advantages of taking risks outweigh the disadvantages? এ প্রশ্ন দেখলেই বোঝা যায়, এখানে আপনার মতামত চাওয়া হয়েছে। কাজেই আপনার মতামত পুরো রচনায় পরিষ্কারভাবে লেখতে হবে। আপনি যদি শুধু ভূমিকা আর উপসংহারে আপনার মতামত দেন, তাহলে পুরো রচনায় সেটি পরিষ্কার হবে না। আর ব্যান্ড ৭ পেতে হলে পুরো রচনায় আপনার মতামত পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, এ রচনায় ভূমিকাতে নিজের মতামত দেওয়ার পর উপসংহারেও নিজের মতামত দিলেন। একইভাবে প্রথম বডি প্যারাতে রিস্ক নেওয়ার সুবিধাগুলো এবং দ্বিতীয় বডি প্যারাতে রিস্ক নেওয়ার অসুবিধাগুলো লিখলেন। এ ক্ষেত্রে আপনাকে উল্লেখ করে দিতে হবে কোনটি আপনার নিজের মতামত এবং কোনটি অন্য মানুষদের মতামত।

লেখার ফরম্যাট

ফরম্যাটের সমস্যার কারণে অনেকে ভালো শিক্ষার্থীও ব্যান্ড ৭ পান না। একটি ভূমিকায় কী থাকতে হয়, বডি প্যারাতে কী থাকতে হয় এবং উপসংহারে কী থাকতে হয়, সেগুলো আপনাকে জানতে হবে। ওপরের প্রশ্নের উত্তরে ভূমিকা লিখতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। যেমন আমরা বলতে পারি;  রিস্ক নেওয়ার প্রবণতা এখন দিন দিন বেড়েই চলছে। তারপর আমরা টপিক প্রেজেন্ট করব। অনেক মানুষ তাদের প্রফেশনাল ও পারসোনাল জীবনে রিস্ক নিচ্ছে। এরপর টাস্কের উত্তর করব। এর সুবিধাগুলো বেশি নাকি অসুবিধাগুলো বেশি। তারপর আমরা একটি প্ল্যান যোগ করতে পারি। ফলে রাইটিংটি অনেক গোছালো হয়। এটাকে বলা হয় ফরম্যাট। এই ফরম্যাট যদি আপনি ঠিকমতো অনুসরণ করতে না পারেন, তাহলে আপনি ব্যান্ড ৭ পাবেন না।

আরও পড়ুন

প্রতিটি প্যারায় উপসংহার আছে কি

একটু মনোযোগসহকারে দেখলে আপনি বুঝতে পারবেন উপসংহার (conclusion) শব্দটি সিঙ্গুলার নয় বরং শব্দটি প্লুরাল। এর অর্থ হলো আপনার প্রতিটি বডি প্যারাগ্রাফের কনক্লোজন প্রাসঙ্গিক হতে হবে মেইন আডিয়ার সঙ্গে। যদি আপনি একটি আইডিয়া ডেভেলপ করতে শুধু এক্সটেনশন এবং উদাহরণ দিয়েই ছেড়ে দেন, তাহলে অনেক সময় তা মেইন আইডিয়ার সঙ্গে সংযুক্ত হয় না। এ ক্ষেত্রে প্রতিটি বডি প্যারার শেষে একটি সামারি লাইন দিলে তা মেইন আইডিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে যায়। যেমন প্রথম লাইনে লিখলেন রিস্ক নিলে ক্যারিয়ারে উন্নতি হতে পারে কারণ এটা তার স্কিল ডেভেলপ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ একজন কম্পিউটার গ্র্যাজুয়েট বর্তমান চাকরি ছেড়ে দিয়ে আর্ট শেখে পুনরায় আবার চাকরিতে যোগ দেন, তাহলে তিনি কম্পিউটার গ্রাফিকের কাজে আরও ভালো করতে পারবেন। এখন এর সঙ্গে একটি সামারি লাইন যোগ করলে হয় তিনি তো প্রমোশন পাবেন রিস্ক নিলে। এই যে আমরা সামারি লাইন যোগ করলাম, এর ফলে একটা ভালো উপসংহার তৈরি হয়ে গেল। ব্যান্ড ৭ পেতে হলে যা খুবই জরুরি।

এভাবে ওপরের সব বিষয় খেয়াল রেখে আপনি যদি একটি রাইটিং লিখতে পারেন, তাহলে আপনার রাইটিংয়ে ব্যান্ড ৭ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

লেখক: মোস্তাকিম শুভ, আইইএলটিএস শিক্ষক