স্কুলে ৩ দিনের সাংস্কৃতিক উৎসব
গান, অঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং নৃত্যসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের সাংস্কৃতির উৎসবের আয়োজন করা হয় মেমস এবং মেভস স্কুলে। মেমস এবং মেভস স্কুল, মেমস অ্যালামনাই ও উত্তরা বিশ্ববিদ্যালয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে স্টাডি ডট নেট এবং জিইআইএসটি ইন্টারন্যাশনালের সহায়তায় গান, অঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং নৃত্য আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিল্পী আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ শফিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি অধ্যাপক শেখ শফিউল ইসলাম বলেন, তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন তাদের প্রতিভা তুলে ধরতে পেরেছে, তেমনি স্কুলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কও বেড়েছে। এ সম্পর্ক কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং তারা বড় পরিসরে গঠনমূলক কাজের উদ্যোগ নিতে পারবে।
নটর ডেম কলেজ, সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ডিআরএমসি এবং হিড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা তিন দিনের এ আয়োজনের অংশগ্রহণ করে।
সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেরা তরুণ শিল্পীদের ফ্যাবার-ক্যাসেল এবং লিরা ইন্টারন্যাশনাল থেকে সনদ দেওয়া হয়।