ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাপ্লায়েড ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠা

গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লায়েড ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই ল্যাব উদ্বোধন করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অ্যাপ্লায়েড ডেমোক্রেসি ল্যাব’-এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের বিভিন্ন দিক নিয়ে গবেষণার সুযোগ পাবেন। এই ল্যাবে গবেষণার মাধ্যমে পঠনপাঠনের পদ্ধতি, মানবাধিকার, সংকট ব্যবস্থাপনা, শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র চর্চাসহ বিভিন্ন প্রায়োগিক বিষয়েও শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেও এই ল্যাব কার্যকর অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির, আইএফইএসর বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর টানিয়েল বেদিয়া টাইশি ও ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘অ্যাপ্লায়েড ডেমোক্রেসি ল্যাব’-এর পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম।

উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, গণতন্ত্র শুধু পড়াশোনার বিষয় নয়, এটি একটি চর্চার বিষয়। বাংলাদেশের এই ক্রান্তিকালে তরুণেরাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে এবং সংস্কারে সহায়তা করতে পারে।

আরও পড়ুন

আইএফইএসর কান্ট্রি ডিরেক্টর টানিয়েল বেদিয়া টাইশি সর্বত্র গণতন্ত্র চর্চায় অবদান রাখার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান গণতন্ত্র ল্যাব প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে বলেন, গণতন্ত্র চর্চা ও উন্নয়নে ইউএসএআইডির সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন