গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল, ‘এ’ ইউনিটে পরীক্ষার্থী ১ লাখ ৭০ হাজার
দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শনিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আগামীকাল এ ইউনিট—বিজ্ঞান বিভাগ ও আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) ভর্তি পরীক্ষার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।
এ ইউনিটে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে নিজেদের আসনবিন্যাস দেখতে পারবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, এবার এ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি ভর্তি পরীক্ষা নেওয়ার আবেদন পড়েছে। এর মধ্যে ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হিসেবে এ ইউনিটে ৫৩ হাজার ৮৩২ পরীক্ষার্থী অংশ নেবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্র ধরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৫৭৯, উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ২৯৬, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজার, রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০, বেগম বদরুন্নেসা সরকারি কলেজে ৬ হাজার ৭৪০ ও সরকারি বাঙলা কলেজে ৩ হাজার পরীক্ষার্থী অংশ নেবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নানা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে অস্থায়ী সুপেয় পানির ব্যবস্থা ও পরীক্ষা চলাকালে মেডিকেল সেন্টার খোলা থাকবে।
গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকা ২৪টি বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁদপুর), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুনামগঞ্জ) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।