প্রশ্নপত্রে মুদ্রণে ভুল থাকায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে আজ মঙ্গলবার এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মাদ আব্দুল আলীম বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বহুনির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্রের ঘ সেটের প্রশ্ন ভুল হয়েছে। এ সেটের প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি প্রশ্ন ছাপানো হয়েছে আর অপর পৃষ্ঠার ১৩টি প্রশ্ন এসেছে আগামী কালের (বুধবার) ক্যারিয়ার শিক্ষা বিষয় থেকে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে যশোর শিক্ষা বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ১৩টি প্রশ্ন ফাঁস হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।’
শিক্ষা বোর্ড, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে জানা গেছে, আজ সকাল ১০টায় মাধ্যমিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ২৫ নম্বরের পরীক্ষা শুরু হয়। ক, খ, গ এবং ঘ সেটের প্রশ্নপত্র পরীক্ষার হলে সরবরাহ করা হয়। ঘ সেটের প্রশ্নপত্র হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে হইচই শুরু হয়। কারণ, প্রশ্নপত্রের দুই পৃষ্ঠায় দুই বিষয়ের প্রশ্ন ছিল। মুহূর্তের মধ্যে খবরটি অভিভাবকদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ‘এটা যশোর শিক্ষা বোর্ডের কোনো ভুল না। বিজি প্রেসের মুদ্রণত্রুটির কারণে এমনটি হতে পারে। তারপরও আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত পরিবেশে সব পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমরা আরও সতর্ক হব।’