ডেন্টালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু ২৫ মার্চে, জেনে নিন গুরুত্বপূর্ণ তারিখগুলো

ছবি: দীপু মালাকার

দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিতে আবেদন শুরু হবে ২৫ মার্চ, এ কার্যক্রম শেষ হবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। এ কোর্সে মূল ভর্তির কার্যক্রম আগামী ১২ মে শুরু হয়ে ১৯ মে শেষ হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে (http://dgmc.teletalk.com.bd) (www.dgme.gov.bd) আবেদন করতে হবে। অনলাইনে আবেদন দাখিলের সময় ছেলেদের জন্য ২৩টি ও মেয়েদের জন্য ২৫টি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের পছন্দক্রম উল্লেখ বাধ্যতামূলক। অন্যথায় আবেদন বিবেচিত হবে না। ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা ২০২৫ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে।

আরও পড়ুন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ২১ এপ্রিল নির্বাচিত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের মেসেজ দেওয়া হবে। প্রথম নিশ্চয়নের শেষ তারিখ ২৬ এপ্রিল এবং দ্বিতীয় নিশ্চায়ন করতে হবে ৪ মে’র মধ্যে। ওয়েবসাইটে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৮ মে।

আরও পড়ুন

অনলাইন ফরম পূরণের নিয়মে বলা হয়েছে, অনলাইন আবেদনে শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষার জন্য ব্যবহৃত USER ID ও Password–এর মাধ্যমে টেলিটক সফটওয়্যারে BDS Non Government ট্যাব নির্বাচন করে ওয়েবলিংকে লগইন করতে হবে। বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে দেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করার সময় প্রার্থীরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য যে প্রমাণপত্র ব্যবহার করেছেন, তা সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে যাচিত হবে।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ তারিখ-

* অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ মার্চ
* অনলাইন আবেদন শুরু: ২৫ মার্চ (দুপুর ১২টা)
* অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ (রাত ১১টা ৫৯ মিনিট)
* আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ১৬ এপ্রিল (রাত ১১টা ৫৯ মিনিট)
* তালিকা প্রকাশ ও এসএমএস প্রদানের তারিখ: ২১ এপ্রিল
* প্রথম নিশ্চায়নের শেষ তারিখ: ২৬ এপ্রিল
* দ্বিতীয় নিশ্চায়নের এসএমএস প্রদানের তারিখ: ৩০ এপ্রিল
* দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ: ৪ মে
* ওয়েবসাইটে তালিকা প্রকাশ: ৮ মে
* ভর্তি শুরুর তারিখ: ১২ মে
* ভর্তির শেষ তারিখ: ১৯ মে