শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, কোটাসহ ১৬৭১ আসন, আবেদন করুন দ্রুত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হবে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি)। অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে https://admission.sust.edu.bd/ পাওয়া যাবে।
আবেদন শুরু হয় ৫ জানুয়ারি থেকে। আবেদনের সময় ছিল ২৫ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৭২ ঘণ্টার বেশি সময় যান্ত্রিক ত্রুটির কারণে আবেদন করতে সমস্যায় পড়েন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। ফলে ওই সময়ে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) ১ হাজার ২৫০ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১ হাজার ৪০০ টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা—
২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত মাধ্যমিক (সাধারণ ও কারিগরি), দাখিল বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (সাধারণ ও কারিগরি), আলিম, ডিপ্লোমা ইন কমার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল শাবিপ্রবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসাবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে শাবিপ্রবিতে।
এ ছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বি ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত মাধ্যমিক (সাধারণ ও কারিগরি), দাখিল বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (সাধারণ ও কারিগরি), আলিম, ডিপ্লোমা ইন কমার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বি ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বি ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) পরীক্ষা। একই দিন বেলা ৩টায় এ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আসন কত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট আসন ১ হাজার ৬৭১টি। ২৮টি বিভাগে মূল আসন ১ হাজার ৫৬৬। এ বছর এ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫টি এবং বি ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা–শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০।