১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সেলফি ও ছবি আপলোডে নতুন নির্দেশনা
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনকারীদের ছবি ও সেলফি আপলোডের জন্য নতুন সময় দেওয়া হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ–সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, শিক্ষার্থীরা আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) পর্যন্ত ছবি ও সেলফি আপলোড দিতে পারবেন। যাঁদের ছবি ও সেলফি গৃহীত হয়নি, তাঁদের এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় তাঁরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না।
এবারের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে ১৭ মার্চ দিবাগত রাত ১২টায়। গুচ্ছে আবেদন করেছেন ২ লাখ ৩৮ হাজার ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী।
শিক্ষার্থীর সেলফি (Selfie) নির্দেশিকা
সেলফিটি অবশ্যই আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে
প্রার্থীর মুখমণ্ডল ও দুই কান খোলা থাকতে হবে
সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তী সময়ে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে।
পরীক্ষার সময়সূচি
ইউনিট সি (বাণিজ্য)–এর পরীক্ষা: ২৫/৪/২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
ইউনিট বি (মানবিক)–এর পরীক্ষা: ২/৫/২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
ইউনিট এ (বিজ্ঞান)–এর পরীক্ষা: ৯/৫/২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের পরীক্ষাকেন্দ্র হলো—
১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি, ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ, ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর, ১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর, ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর, ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ও ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি–সংখ্যক পরিমাণ)।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।