ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তি, নির্দেশিকা প্রকাশ

প্রথম আলো ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামেও খেলোয়াড় কোটায় ভর্তি নেওয়া হবে। নির্দিষ্ট শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এ কোটায় ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। আবেদনের সময় কিছু নিয়মও মানতে হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশনায় জানানো হয়েছে। কয়েক বছর বন্ধ থাকার পর ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ কোটা আবার চালু হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খেলোয়াড় কোটায় আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে।

ঢাবি খেলোয়াড় কোটার বিস্তারিত এখানে.pdf

১ ডিসেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে ভর্তি ফরম পূরণের সময়ে কোটার নির্দিষ্ট ঘরে আবেদনকারী ক্লিক না করলে পরবর্তী সময়ে কোনো অবস্থাতেই কোটার জন্য বিবেচিত হবেন না।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভর্তি নির্দেশনা দেখতে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন