গুচ্ছের ২১০০ ফাঁকা আসনে ভর্তি কীভাবে সিদ্ধান্ত হয়নি, অপেক্ষা বুধবার পর্যন্ত

গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়ায় ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে পরিকল্পনা করতে পারেনি কর্তৃপক্ষ। আগামী বুধবারের মধ্যে সব বিশ্ববিদ্যালয় আলাদা করে এ বিষয়ে পরিকল্পনা তৈরি করবে। এরপর ফাঁকা আসনে ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বর্তমানে গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের সুবিধা পাবেন। এখন পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ১০০ আসন ফাঁকা রয়েছে। গতকাল সোমবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির অনলাইনে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় অংশ নেওয়া একাধিক উপাচার্য এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ফাঁকা আসনে ভর্তি নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী বুধবার আবার সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কামালউদ্দীন আহমদ বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনুষদের ডিন ও আইসিটি সেলের সঙ্গে সমন্বয় করে কীভাবে এ ফাঁকা আসন পূরণ করা যায়, সে বিষয়ে পরিকল্পনা তৈরি করা হবে। পরে তা গুচ্ছের ভর্তিসংক্রান্ত সভায় উপস্থাপন হবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন
আরও পড়ুন

ভারপ্রাপ্ত উপাচার্য আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার বা আগামী বুধবারের মধ্যে বিভিন্ন অনুষদের ডিনদের এ বিষয়ে মতামত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলকে একটি পরিকল্পনা তৈরি করার জন্য বলা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো আসন ফাঁকা রাখতে চাই না।’

আরও পড়ুন