আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে নার্সিং কোর্স, বিনা মূল্যে থাকা-খাবার
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে (এএফএমআই) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইন নার্সিং কোর্সে ১৭তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সের মেয়াদ চার বছর।
সুযোগ-সুবিধা
১. এএফএমআইয়ের নির্ধারিত বাসস্থানে বিনা মূল্যে থাকার সুব্যবস্থা রয়েছে।
২. এএফএমআইয়ের তত্ত্বাবধানে বিনা মূল্যে খাবার রয়েছে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
১. এসএসসি/সমমান পরীক্ষায় ২০২০, ২০২১ অথবা ২০২২ সালে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
২. এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ–৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ–৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
৩. এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে । যাঁরা O-Level/A-Level পরীক্ষায় উত্তীর্ণ, তাঁদের মার্কশিট বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তরিত করে Equivalent Certificate সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীর যোগ্যতা
১. বয়স: ১৭ হতে ২২ বছর (০১ জুলাই ২০২৪)।
২. ওজন: ৩৯ দশমিক ৯২ কেজি (৮৮ পাউন্ড) ন্যূনতম।
৩. বুকের মাপ: স্বাভাবিক ৬৬ দশমিক ০৪ সেমি, প্রসারিত ৭১ দশমিক ১২ সেমি ন্যূনতম।
৪. বৈবাহিক অবস্থা: অবিবাহিত (কোর্স শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকা আবশ্যক)।
* ভর্তির আবেদন
অনলাইনে https://www.afmibd.net এই ওয়েবসাইটে (এএফএমআই আবেদনের নীতিমালা দেওয়া আছে) আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সশরীর আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে, ঢাকা সেনানিবাসে এসে আবেদন করা যাবে।
* ভর্তির বিস্তারিত তথ্য
১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
২. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
৩. MCQ পদ্ধতিতে ১ ঘণ্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২ মে ২০২৫, সকাল ১০টা থেকে বেলা ১১টা, শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন স্কুল, ঢাকা, সেনানিবাস।
৫. লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা করে ডাক্তারি ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.afmibd.net