ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তি, আবেদন শুরু ৩০ নভেম্বর
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে প্রভাতি শাখায় বাধ্যতামূলক আবাসিক বা অনাবাসিক ও দিবা শাখায় অনাবাসিক হিসেবে ছাত্র ভর্তি করা হবে। কলেজের বোর্ড অব গভর্নরসের ১৫৯তম সভার সিদ্ধান্ত অনুসারে প্রভাতি শাখায় লিখিত পরীক্ষা ও দিবা শাখায় নিজস্ব ব্যবস্থাপনায় লটারিপ্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণির ছাত্র ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে। ৩০ নভেম্বর অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।
দিবা শাখায় লটারির মাধ্যমে ভর্তির তথ্য
দিবা শাখায় লটারির মাধ্যমে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে বাংলা মাধ্যমে ১০০ জন ও ইংরেজি মাধ্যমে ৫০ জন নেওয়া হবে। ষষ্ঠ শ্রেণিতে বাংলা মাধ্যমে ৫০ জন নেওয়া হবে। এ ছাড়া নবম শ্রেণিতে বিজ্ঞান বাংলা মাধ্যমে ২০ জন, বিজ্ঞান ইংরেজি ভার্সনে ১০ জন, ব্যবসায় শিক্ষা ইংরেজি ভার্সনে ৪০ জন ও মানবিক বাংলা মাধ্যমে ৪০ জন। তৃতীয় শ্রেণিতে আবেদনের বয়স আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখে ৭-৯ বছর ও ষষ্ঠ শ্রেণিতে আবেদনের বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১০-১২ বছর। তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণির লটারি কার্যক্রম ২০ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
প্রভাতি শাখায় লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির তথ্য
প্রভাতি আবাসিক শাখায় তৃতীয় শ্রেণিতে বাংলা মাধ্যমে ১০০ জন ও ইংরেজি মাধ্যমে ৫০ জন নেওয়া হবে। আবেদনের বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখে ৭-৯ বছর। তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ষষ্ঠ শ্রেণিতে বাধ্যতামূলক আবাসিকে বাংলা মাধ্যমে ৫০ জন নেওয়া হবে। আবেদনের বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১০-১২ বছর। প্রভাতি বাধ্যতামূলক আবাসিক বা অনাবাসিক নবম শ্রেণিতে বিজ্ঞান বাংলা মাধ্যমে ২০ জন, বিজ্ঞান ইংরেজি ভার্সনে ১০ জন, ব্যবসায় শিক্ষা ইংরেজি ভার্সনে ৪০ জন ও ব্যবসায় শিক্ষা বাংলা মাধ্যমে ৪০ জন। ষষ্ঠ ও নবম শ্রেণির লিখিত ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর
তৃতীয় শ্রেণি: বাংলা-১৫, ইংরেজি-১৫ ও গণিত-২০। ষষ্ঠ শ্রেণি: বাংলা-৩০, ইংরেজি-৩০ ও গণিত-৪০। নবম শ্রেণি: বাংলা-২০, ইংরেজি-২৫, বিজ্ঞান-২৫ ও গণিত-৩০। লিখিত পরীক্ষার ক্ষেত্রে তৃতীয় শ্রেণির জন্য দ্বিতীয় শ্রেণি, ষষ্ঠ শ্রেণির জন্য পঞ্চম শ্রেণি ও নবম শ্রেণির জন্য অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে প্রশ্নপত্র করা হবে।
প্রসপেকটাস সংগ্রহ
৩০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে (শুক্রবার ব্যতীত) কলেজের অডিটরিয়াম থেকে প্রসপেকটাস সংগ্রহ করতে হবে। অনলাইনে ভর্তি ফরম পূরণ করে প্রতিটি প্রসপেকটাসের সঙ্গে একটি ইউনিক কোড বা রেফারেন্স নম্বর দেওয়া থাকবে। ইউনিক কোড ব্যবহার করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে।
অনলাইনে আবেদনের তারিখ ও সময়
৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য কলেজের ওয়েবসাইট www.drmc.edu.bd থেকে জানা যাবে।
ছাত্র ভর্তির ক্ষেত্রে যেকোনো অনৈতিক আর্থিক লেনদেন অথবা সুপারিশ সংশ্লিষ্ট ছাত্রের ভর্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।