বেসরকারি ডেন্টালে শূন্য আসনের তালিকা প্রকাশ, ভর্তির আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত
বেসরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শূন্য আসনে দেশি শিক্ষার্থী ভর্তির তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ১৪ সেপ্টেম্বরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম চলবে।
আবেদন ফি জমার শেষ দিন ৩০ সেপ্টেম্বর। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে।
বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৩’ প্রযোজ্য হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন