বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লাইভস্টক ও পোলট্রিতে সার্টিফিকেট কোর্সে ভর্তি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি প্রোগ্রামে (সিএলপি) জানুয়ারি-জুন ২০২৫ সিমেস্টারে (২৫১ টার্ম) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সার্টিফিকেট এ কোর্সের মেয়াদ ৬ মাস। অনলাইনে আবেদন ও প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আবেদনের শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি প্রোগ্রামে আসনসংখ্যা (প্রতি স্টাডি সেন্টার): ৫০।
যুব প্রশিক্ষণ কেন্দ্র (সাভার, ঢাকা; ময়মনসিংহ; বগুড়া, সোনাডাঙ্গা, খুলনা; জয়পুরহাট, চুয়াডাঙ্গা) ও ILST, গাইবান্ধা। ভর্তি চূড়ান্তকরণ: স্টাডি সেন্টারের নির্ধারিত আসন পূরণ না হওয়া পর্যন্ত ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা অনলাইনে আগে এলে আগে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd