এবার পদত্যাগ করলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ
ধর্ষণের একটি মামলায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পদত্যাগ করেছেন। ৩০ অক্টোবর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার অল্প কিছুদিন আগেই তিনি পদত্যাগ করলেন।
কলেজটির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গতকাল শনিবার কলেজের পরিচালনা কমিটির সভায় ফাওজিয়া রাশেদীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তাঁর স্থলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের এক সদস্যের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে মামলা হয়। সেই মামলায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযুক্তকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনা আদালত পর্যন্ত গড়ানোর পর পরিচালনা কমিটির ওই সসদ্যও পদত্যাগ করেছিলেন।
এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে অধ্যক্ষ একবার দুই সপ্তাহের ছুটিতে গিয়েছিলেন। জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফাওজিয়া রাশেদী গত ২১ সেপ্টেম্বর পদত্যাগপত্র দাখিল করেছিলেন, যা এখন গৃহীত হলো।
এদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম নামের একটি সংগঠনের চেয়ারম্যান ফাহিমউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক রোস্তম আলী এক বিবৃতিতে ফাওজিয়া রাশেদীর আমলের ‘অবৈধ কর্মকাণ্ড, অবৈধ ভর্তি ও নিয়োগ–বাণিজ্য’ তদন্ত করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত তাঁর দেনা-পাওনা পরিশোধ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।