রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় সান্ধ৵ কোর্সে মাস্টার্স৴

রাজশাহী বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এক বছর ও দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। কোসে৴র মেয়াদ: এক ও দুই বছর। কোসে৴র সময়: সান্ধ্যকালীন। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

#এক বছর মেয়াদি প্রোগ্রাম: যেকোনো কলেজ বা স্বীকৃত সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ/সাংবাদিকতা/মিডিয়া স্টাডিজ বিষয়ে অনার্স (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

#দুই বছর মেয়াদি প্রোগ্রাম: স্বীকৃত যেকোনো সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএ/বিএসএস/বিকম/বিএসসি (পাস/সম্মান) বা সমমান ডিগ্রি থাকতে হবে।

#আবেদনপত্র জমার শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

#ফরম সংগ্রহ: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন