রুয়েটের মূল ভর্তি পরীক্ষা আজ, ১২৩৫ আসনের প্রার্থী ৮০০২ জন

ভর্তি পরীক্ষাফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে মূল ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৬৪২ জন স্থান পেয়েছেন। তাঁরা আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

প্রবেশপত্র, ফলাফল এবং ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে। এবারে এ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে আসন ১ হাজার ২৩৫টি।

আরও পড়ুন

বিভাগভিত্তিক আসন সংখ্যা—

পুরকৌশল ১৮০, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ৬০, স্থাপত্য ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ৩০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৬০, যন্ত্রকৌশল ১৮০, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ৬০, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ৬০, রাসায়নিক কৌশল ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৬০, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১৮০, তড়িৎ ও কম্পিউটার কৌশল ৬০ এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৬০।

আরও পড়ুন
আরও পড়ুন