ডি-৮ দেশের জন্য পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের বৃত্তি, আইইএলটিএসে ৫ হলে আবেদন

পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বাংলাদেশসহ ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

এ স্কলারশিপের আওতায় কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগে পড়াশোনা করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও আবহাওয়াবিদ্যা। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন ২০২৪।

আরও পড়ুন

সুযোগ-সুবিধা—

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

* রেজিস্ট্রেশন মিলবে;

* আবাসন সুবিধা;

* পরিবহন সুবিধা ও

* স্বাস্থ্যবিমা।

আরও পড়ুন
আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরে ১৬ বছরের ও পিএইচডির জন্য ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২ দশমিক ৫ পেতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩ পেতে হবে;

*আইইএলটিএস এ ন্যূনতম ৫ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে।

**অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন