বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

মানুষ মুহাম্মদ (স.)

৫. বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় যোগদান করেন?

ক. সাংবাদিকতায়

খ. মুক্তিযুদ্ধে

গ. অসহযোগ আন্দোলনে

ঘ. কেরানির চাকরিতে

৬. মোহাম্মদ ওয়াজেদ আলী কোন ইংরেজি পত্রিকায় কর্মরত ছিলেন?

ক. ডেইলি স্টার খ. দ্য হিন্দুস

গ. দ্য মুসলমান ঘ. ডেইলি অবজারভার

৭. মোহাম্মদ ওয়াজেদ আলী সব বিষয় কী দিয়ে বিচার করতেন?

ক. বিজ্ঞান দিয়ে খ. মন দিয়ে

গ. যুক্তিবাদী মন দিয়ে

ঘ. সত্যতা দিয়ে

৮. মোহাম্মদ ওয়াজেদ আলীর রচনা রীতি কেমন?

ক. সহজ খ. সাবলীল

গ. কঠিন ঘ. গম্ভীর

৯. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ওমর (রা)-কে কী বলা হয়েছে?

ক. মহামতি খ. সত্যবাদী

গ. বীরবাহু ঘ. বিশ্বাসী

১০. রাসুলুল্লাহর পীড়ার খবর শুনে বহুলোকের জমায়েত হওয়ার কারণ কী ছিল?

ক. যুদ্ধে যাওয়া

খ. নিমন্ত্রণে যাওয়া

গ. রাসুলের প্রতি ভালোবাসা

ঘ. বক্তৃতা শোনা

সঠিক উত্তর

মানুষ মুহাম্মদ (স.): ৫. গ ৬. গ ৭. গ ৮. খ

৯. গ ১০. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল