অধ্যায় ১১
২১. কোন তারটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয়?
ক. রূপা খ. কপার
গ. ম্যাঙ্গানিজ ঘ. নাইক্রোম
২২. তামার তারের রোধ বেশি হয়—
i. তাপমাত্রা বাড়ালে
ii. দৈর্ঘ্য বাড়ালে
iii. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ালে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. নিরপেক্ষ তারের বিভব কী রূপ?
ক. শূন্য খ. পূর্ণ
গ. অসীম ঘ. অনেক বেশি
২৪. আপেক্ষিক রোধ নিচের কোনটির ওপর নির্ভর করে?
ক. দৈর্ঘ্য খ. ক্ষেত্রফল
গ. উপাদান ঘ. চাপ
২৫. 4 ওহম মানের চারটি রোধ সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করলে, এদের তুল্য রোধ নিচের কোনটি হবে?
ক. 16W খ. 1W
গ. 1 _ 2 Ω ঘ. 1 _ 6 Ω
২৬. কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে?
ক. রাবার খ. অ্যালুমিনিয়াম
গ. প্লাস্টিক ঘ. কাচ
২৭. বর্তনীতে বৈদ্যুতিক অবস্থা পরিমাপের জন্য ব্যবহার করা হয়—
i. অ্যামিটার
ii. জেনারেটর
iii. ভোল্টমিটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. ওহমের সূত্রে স্থির থাকে কোনটি?
ক. বিভব পার্থক্য
খ. তড়িৎ প্রবাহ
গ. রোধ
ঘ. তাপমাত্রা
২৯. নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে?
ক. সিলিকন খ. রাবার
গ. অ্যালুমিনিয়াম ঘ. কাচ
৩০. তাপমাত্রা বাড়ালে কোন পদার্থটির পরিবাহিতা বৃদ্ধি পায়?
ক. সিলিকন খ. লোহা
গ. তামা ঘ. জিংক
সঠিক উত্তর
অধ্যায় ১১: ২১.খ ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.খ ২৭.খ ২৮.ঘ ২৯.গ ৩০.ক
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন