অধ্যায় ১১
৪১. নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলে কী গঠন প্রক্রিয়া শুরু হয়?
ক. ফুল খ. ফল
গ. বীজ ঘ. সবজি
৪২. প্রকৃত ফল কোনটি?
ক. আম খ. আপেল
গ. চালতা ঘ. আনার
৪৩. অপ্রকৃত ফল কোনটি?
ক. আপেল খ. আম
গ. জাম ঘ. কাঁঠাল
৪৪. ডিম্বাণু ও শুক্রাণু উভয়ই—
i. হ্যাপ্লয়েড
ii. এক প্রস্থ ক্রোমোজোম বলে
iii. ডিপ্লয়েড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. নিষেক প্রক্রিয়া—
i. বিশেষভাবে নির্দিষ্ট
ii. সাধারণত অপরিবর্তনশীল
iii. বারবার নিষিক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. জাইগোট প্রথম বিভাজনে কয়টি কোষ সৃষ্টি হয়?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
৪৭. জাইগোট বিভাজন কীভাবে ঘটে?
ক. অনুপ্রস্থে খ. অনুদৈর্ঘ্যে
গ. ভ্রূণে ঘ. ডিপ্লয়েডে
৪৮. একটি বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ কী সৃষ্টি করে?
ক. জাইগোট খ. স্পোরোফাইট
গ. ভ্রূণ ঘ. পরাগরেণু
৪৯. নিষিক্রকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে একধরনের উদ্দীপনার সৃষ্টি করে। তার কারণে ধীরে ধীরে গর্ভাশয় কিসে পরিণত হয়?
ক. ফুলে খ. ফলে
গ. ডিম্বকে ঘ. ভ্রূণে
৫০. নিষিক্তকরণ প্রক্রিয়ায় ডিম্বকগুলো কিসে পরিণত হয়?
ক. ফুলে খ. ফলে
গ. বীজে ঘ. স্পোরে
সঠিক উত্তর
অধ্যায় ১১: ৪১.খ ৪২.ক ৪৩.ক ৪৪.ক ৪৫.ক ৪৬.খ ৪৭.ক ৪৮.খ ৪৯.খ ৫০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন