অধ্যায় ১
১১. কোনো ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা দ্বিগুণ হলে চাপের কী হবে?
ক. 4 গুণ হবে খ. 8 গুণ হবে
গ. 16 গুণ হবে ঘ. 32 গুণ হবে
১২. একটি ইঞ্জিনের পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকর দক্ষতা কত?
ক. 100% খ. 26.8%
গ. 20.6% ঘ. 0%
১৩. সব স্বতঃস্ফূর্ত পরিবর্তন কোন ধরনের প্রক্রিয়া?
ক. সমোষ্ণ খ. রুদ্ধতাপীয়
গ. প্রত্যাবর্তী ঘ. অপ্রত্যাবর্তী
১৪. একটি তাপীয় ইঞ্জিন 200°C থেকে 500°C তাপমাত্রার মধ্যে কাজ করলে কর্মদক্ষতা কত?
ক. 31.41% খ. 38.8%
গ. 75.00% ঘ. 32.00%
১৫. একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 48%। তাপ গ্রাহকের তাপমাত্রা 10°C হলে উৎসের তাপমাত্রা কত?
ক. 271.23°C খ. 272.0°C
গ. 277.5°C ঘ. 273.6°C
১৬. এনট্রপির মাত্রা কী?
ক. ML2T-2K-1
খ. ML2T2K-2
গ. AL2T2K-1
ঘ. AL2T2K-2
১৭. এনট্রপির S.I. একক কী?
ক. JK-1 খ. JK
গ. J-1K ঘ. J-1 K-1
১৮. প্রথম এনট্রপির নামকরণ কে করেন?
ক. জুল খ. ভিন
গ. ক্লসিয়াস ঘ. কেলভিন
১৯. এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়?
ক. তরল খ. প্লাজমা
গ. গ্যাসীয় ঘ. কঠিন
২০. এনট্রপি সর্বোচ্চ হওয়াকে বিশ্বের তাপীয় মৃত্যু বলে অভিহিত করেছেন কে?
ক. জুল খ. ক্লসিয়াস
গ. কেলভিন ঘ. ডিন
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ক ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.গ
ইব্রাহিম খলিল, সহযোগী অধ্যাপক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি অংশ | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন