ইউএস-বাংলায় যুক্ত হলো দশম এয়ারক্রাফট
বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলায় যুক্ত হয়েছে দশম এয়ারক্রাফট। ফ্রান্স থেকে আনা এই এয়ারক্রাফটি এটিআর ৭২-৬০০ মডেলের। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এটি অবতরণ করে।
আনুষ্ঠানিকভাবে এয়ারক্রাফটটি গ্রহণ করেন ইউএস-বাংলার প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন আহমেদ শিকদার। নতুন যুক্ত হওয়া এই এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। এটি দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
ঢাকা-যশোর রুটে ২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলার বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ ও তিনটি এটিআর ৭২-৬০০ রয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, যা বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থার মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাসকাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা। বিজ্ঞপ্তি।