ডিএসইতে লেনদেনের গতি বেড়েছে
দেশের দুই পুঁজিবাজারে টানা দরপতনের পর কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন হচ্ছে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট। লেনদেনের গতিও গত কার্যদিবসের তুলনায় বেড়েছে।
দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে । তা ১৭ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩০৮ কোটি ৭৬ লাখ টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ২৩ কোটি বেশি। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৮৫ কোটি ৭০ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির। কমেছে ১০৩টির। অপরিবর্তিত ৪৯টির দর।
দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, এশিয়া ইনস্যুরেন্স, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, মুন্নু স্টাফলার, নুরানি ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, জেনেক্স ইনফোস ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে। মোট লেনদেন হয় ৭১৯ কোটি ১৩ লাখ টাকা। গত দুই কার্যদিবসে ডিএসইএক্স কমেছে ৭৮ পয়েন্ট। অন্যদিকে, সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৭৪ পয়েন্টে।