পর্তুগালে বাংলাদেশিদের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ

আনন্দভ্রমণে অংশগ্রহণকারীরা
আনন্দভ্রমণে অংশগ্রহণকারীরা

পর্তুগালে গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ করেছে লিসবনপ্রবাসী বাংলাদেশিদের একাংশ। ওয়াটার ওয়ার্ল্ড অ্যাকুয়া শো পার্কে গত রোববার (২৫ আগস্ট) ছুটির দিনে আয়োজিত এই আনন্দভ্রমণে অংশগ্রহণকারী পরিবারগুলোর সঙ্গে যোগ দেয় শিশুরাও। এর আয়োজন করে ওয়ান ফ্যামিলি লিসবন।

সকালে লিসবনের মার্তৃম-মুনিজ পার্ক থেকে বাসযোগে আনন্দভ্রমণের যাত্রা শুরু হয়। এরপর দেশটির পর্যটন নগরী ফারোতে অবস্থিত অ্যাকুয়া শো পার্কে পৌঁছে বিভিন্ন রাইড শেয়ারিংয়ে মাধ্যমে দারুণ একটি দিন পার করে পরিবারগুলো। আয়োজনে ছিল দেশীয় খাবার ও র‍্যাফেল ড্র। দিনভর উৎসবের আমেজে কাটে সবার।

অংশগ্রহণকারীদের একাংশ
অংশগ্রহণকারীদের একাংশ

আনন্দভ্রমণের সমন্বয়কেরা বলেন, প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে একটি সুন্দর বন্ধন তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো উৎসব ও বিশেষ দিনে প্রবাসে স্বজনদের অভাব ভুলে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উপলক্ষ তৈরি করতেই পারিবারিক এমন আয়োজনগুলো করা হয়।

প্রবাসে দেশের স্বজনের অভাব পূরণ করে তার ছোঁয়া দেয় এই ধরনের আনন্দভ্রমণ। বাচ্চারা নতুন খেলার সঙ্গী পায়। পরিবারগুলোর মধ্যেও দৃঢ় হয় আত্মার বন্ধন। এতে করে দেশ থেকে দূরে থাকার কষ্টের অনুভূতিগুলো কিছুটা হলেও দূর হয়।

পার্কে রাইড শেয়ারিংয়ে মাধ্যমে দারুণ একটি দিন পার করে পরিবারগুলো
পার্কে রাইড শেয়ারিংয়ে মাধ্যমে দারুণ একটি দিন পার করে পরিবারগুলো

সমন্বয়কেরা জানান, বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে ঐক্য থাকলে ওয়ান ফ্যামিলি লিসবনের এমন আয়োজনে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আনন্দভ্রমণে যোগ দিয়ে সুন্দর একটি দিন অতিবাহিত করতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণকারী পরিবারগুলো।