কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি, কর্মস্থল কক্সবাজার
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ডেলিভারিং হেলথ, নিউট্রিশন অ্যান্ড লাইভলিহুড অ্যান্ড প্রোটেকশন সার্ভিসেস ফর রোহিঙ্গা রিফিউজি অ্যান্ড ভালনারেবল হোস্ট কমিউনিটিস ইন কক্সবাজার প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন, পাবলিক হেলথ, অ্যাগ্রিকালচার বা এ ধরনের বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নিউট্রিশন, পাবলিক হেলথ, অ্যাগ্রিকালচার, লাইভলিহুড বা এ ধরনের ক্ষেত্রে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিটি নিউট্রিশন, আইওয়াইসিএফ/ মাদার কেয়ার গ্রুপে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গাদের বিষয়ে জানাশোনা থাকতে হবে। রোহিঙ্গা ও চট্টগ্রামের ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে। বয়স্ক ব্যক্তিদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (আগস্ট ২০২২ পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৪০,৯৭২ টাকা। এ ছাড়া মাসিক হার্ডশিপ ভাতা ১০ হাজার টাকা, ২টি উৎসব বোনাস, গ্রুপ লাইফ ও হেলথ ইনস্যুরেন্স সুবিধা, ওপিডি ভাতা ও মুঠোফোন বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে আপডেট সিভি, ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেট এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ১ মার্চ ২০২২।