অগ্রণী ব্যাংকে চাকরির সুযোগ
অগ্রণী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মহাব্যবস্থাপক পদমর্যাদায় একজন হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (হেড অব আইসিসি) পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (মহাব্যবস্থাপক পদমর্যাদা)
পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) অথবা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএএমএ) সনদসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৫ বছর কাজের অভিজ্ঞতা (আর্টিকেলশিপসহ) থাকতে হবে। এর মধ্যে ব্যাংকিং/আর্থিক প্রতিষ্ঠানে নিরীক্ষা পেশায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোর রিস্ক ম্যানেজমেন্টের ওপর পূর্ণ ধারণা থাকতে হবে। বাণিজ্যিক ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। একাডেমিক পরীক্ষার মধ্যে অন্তত একটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমান সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক। পরে নবায়নযোগ্য।
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে সর্বোচ্চ বয়স ৬০ বছর।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, স্বাক্ষর (তারিখসহ), পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষা, বোর্ড/বিশ্ববিদ্যালয়, বিভাগ/শ্রেণি/সিজিপিএ, পাসের সালসহ), জন্ম তারিখ, ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে বয়স, নিজ জেলার নাম, যোগাযোগের জন্য ফোন নম্বর, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, ধর্ম ইত্যাদি উল্লেখ থাকতে হবে। আবেদনপত্র ও খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র স্ক্যান করে সফট কপি gmadmin@agranibank.org এবং dgmhrd@agranibank.org–এ ই–মেইলের মাধ্যমে অবশ্যই পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে
সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ
চেয়ারম্যান/কাউন্সিলরের কাছ থেকে গৃহীত নাগরিকত্ব সনদ
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/চেয়ারম্যান/কাউন্সিলরের কাছ থেকে নেওয়া চারিত্রিক সনদ
সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
অভিজ্ঞতাসংক্রান্ত প্রত্যয়নপত্র
ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা
মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২২।