রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রটোকল অফিসার পদ, ৫৭ প্রার্থীর পরীক্ষা ১০ ফেব্রুয়ারি

রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগের সহকারী প্রটোকল অফিসার (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৫৭ প্রার্থীর লিখিত পরীক্ষার তারিখ, সময় ও আসনব্যবস্থা প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রটোকল অফিসার পদে লিখিত পরীক্ষা আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের নামে নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুন

পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।

উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে প্রার্থিতা বাতিল হবে।

ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, যেকোনো ধরনের হাতঘড়ি, মুঠোফোন, ক্রেডিট কার্ড বা কার্ড সদৃশ্য যেকোনো বস্তু, কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন