আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, নবম গ্রেডে পদ ২৩
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে আবেদন ফি ৬০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে নবম গ্রেডের দুই ক্যাটাগরির পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সিনিয়র অফিসার
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান, আইন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), ইংরেজি, ফিন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, গণিত, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে ডিগ্রিধারী অথবা এমবিএ, এমবিএম, এমএএফসিএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রোগ্রামিং–সংক্রান্ত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
বয়স: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ওয়েবসাইটে নিয়োগ মেনু বারে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফি
অনলাইনে আবেদনপত্র দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ ২০০ টাকা ই-পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্সের মাধ্যমে (বিস্তারিত অনলাইন ফরমে পাওয়া যাবে) জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।