একশনএইডে ঢাকার বাইরে চাকরি, বেতন ৪৪ হাজার

এআই জেনারেটেড ছবি

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উখিয়া/টেকনাফে নার্চারিং অব ইয়ুথ ভলান্টিয়ার্স (এনওয়াইভি) প্রকল্পে সেন্টার ইনচার্জ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সেন্টার ইনচার্জ

পদসংখ্যা: ১

যোগ্যতা: সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অত্যধিক অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। রোহিঙ্গা রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা ভাষাসহ স্থানীয় ভাষার সঙ্গে পরিচিতি থাকতে হবে। রিপোর্ট রাইটিং ও ডকুমেন্টেশনে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া/টেকনাফ

বেতন: মাসিক মোট বেতন ৪৪,৪৯০ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ এপ্রিল ২০২৫।

আরও পড়ুন