পিকেএসএফে চাকরি, বেতন ১ লাখ ৮২ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি

মডেল: রিয়াদ ও রুপাছবি: খালেদ সরকার

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি অ্যালেভিয়েশনসহ ফিন্যান্স/অর্থনীতি ও ডেভেলপমেন্টে অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল, সাংগঠনিক দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৬৩ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক মূল বেতন ১,৮২,০০০ টাকা

সুযোগ–সুবিধা: ৬০ শতাংশ বাসা ভাড়া ভাতা, মেডিকেল ও হাসপাতাল ভাতা, সার্ভিস ভাতা, সন্তানের শিক্ষা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন ও সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এরপর অনলাইন আবেদনের প্রিন্ট কপি সিভি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রি ডাকে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কনভেনর, সার্চ কমিটি, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পিকেএসএফ ভবন, ই–৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের–ই–বাংলা নগর, ঢাকা–১২০৭।

আবেদনের শেষ সময়: অনলাইন আবেদনের শেষ সময় ২১ অক্টোবর ও প্রিন্ট কপি পাঠানোর শেষ সময় ২২ অক্টোবর ২০২৪।