বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৬০,০০০

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারের একটি প্রকল্পে চকরিয়া ফিল্ড অফিসে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে/সরাসরি বা ই–মেইলে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ফিন্যান্স অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রি অথবা ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালনার বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)
    কর্মস্থল: ফিল্ড অফিস, চকরিয়া
    বেতন: মাসিক বেতন ৬০,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ পূর্ণাঙ্গ সিভি ডাকযোগে/সরাসরি বা ই–মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
সিভি পাঠানোর ঠিকানা: ডিরেক্টর–এইচআর, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম–সিপ, বাসা নম্বর–৫, রোড নম্বর–৪, ব্লক–এ, সেকশন–১১, মিরপুর, ঢাকা–১২১৬। ই–মেইল ঠিকানা: seephrd.cv@gmail.com।

আবেদনের শেষ সময়: ১২ জুন ২০২৩।