কনস্টেবল পদে ২.৫ জিপিএ নিয়ে আবেদন ২ ধাপে, দেখুন আবেদন পদ্ধতি
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) থেকে আবেদন শুরু হয়েছে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের আগে ধাপগুলো বিস্তারিত জেনে নিতে হবে, নইলে ভুল হতে পারে। আবেদনের জন্য এসএসসিতে কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর। দুই ধাপে আবেদন শেষ করতে হবে প্রার্থীদের।
আবেদনের প্রথম ধাপ—
অনলাইনে আবেদনের জন্য প্রথমে এই ওয়েবসাইটে (http://police.teletalk.com.bd) লগইন করতে হবে প্রার্থীদের। এই লিংকে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া রয়েছে। এ ছাড়া ওই লিংকের হেল্প (Help) অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।
আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে।
অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ * প্রস্থ ৮০ পিক্সেল) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ * প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে। তাই আবেদনপত্র সাবমিট করার আগে পূরণ করা সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
আবেদনের দ্বিতীয় ধাপ—
প্রত্যেক প্রার্থীকে তাঁর ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে ৪০ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএস পাঠাতে হবে।
প্রথম এসএমএস পাঠানোর নিয়ম: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রার্থীর নাম ও ১০ ডিজিটের একটি পিন নম্বর দেওয়া হবে।
দ্বিতীয় এসএমএস পাঠানোর নিয়ম: TRC<space> Yes <space> PIN Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
হেল্পলাইন—
শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে; User ID জানা থাকলে TRC <space>Help<space>User<space>User ID & Send to 16222।
আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮, তারপর ১-এ চাপ দিয়ে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে অথবা ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে অপারেটরের সহযোগিতা নেওয়া যাবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।
শারীরিক যোগ্যতা
মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।