আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৩৬ হাজার, লাগবে না অভিজ্ঞতা
বেসরকারি আইএফআইসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদমর্যাদায় ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদন করার সময় অবশ্যই স্নাতকের ফল প্রকাশিত হতে হবে।
বয়স: ১৩ এপ্রিল ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন-ভাতা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন হবে ৩৬,৭০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৬,২০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পেমেন্ট ও অন্যান্য সুযোগ-সুবিধা আছে।